এপ্রিলের মাঝামাঝি সময়ে ২৫ ক্রুসহ ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট একটি জাহাজ আটক করে ইরান। শনিবার (২৭ এপ্রিল) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী রেঞ্জেলকে জানিয়েছেন, ওই জাহাজের ক্রুদের ছেড়ে দেওয়া হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতদের এরই মধ্যে এ বিষয়ে জানানো হয়েছে। তবে কখন তাদের ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
জোডিয়াক মেরিটাইম দ্বারা পরিচালিত পর্তুগিজ পতাকাবাহী জাহাজটি ইসরায়েলি রিয়েল এস্টেট, এনার্জি, প্রযুক্তি ও শিপিং ম্যাগনেট ইয়াল ওফারের মালিকানাধীন। জোডিয়াক মেরিটাইম ইসরায়েলি ধনকুবেরের জোডিয়াক গ্রুপের অংশ।
গত ১৩ এপ্রিল হরমুজ প্রণালি থেকে জাহাজটি আটক করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখা। জাহাজের মধ্যে থাকা ২৫ ক্রুর মধ্যে ১৭ জনই ভারতীয় বলে জানিয়েছে একটি সূত্র।
সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলা চালানোর পরই প্রতিশোধের ঘোষণা দেয় তেহরান। এর পরপরই ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ওই জাহাটি আটক করেছিল ইরান।
সূত্র: আল-জাজিরা
আপনার মতামত লিখুন :